গণপূর্ত অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২।

Pwd Job Circular


গণপূর্ত অধিদপ্তরে নিয়োগ। পদের সংখ্যা ৪৪৯টি। আবেদনের শেষ তারিখ ৩১ মে।


গণপূর্ত অধিদপ্তরের ৩য় শ্রেণির ০৭ (সাত) ক্যাটাগরির ৪৪৯টি শূণ্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। 


গণপূর্ত অধিদপ্তরের গ্রেড-১৪ হতে ১৬ গ্রেডভূক্ত নিম্নবর্ণিত (৩য় শ্রেণির) শূণ্য পদসমূহ পূরণের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের (পুরুষ/মহিলা) নিকট হতে কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ রয়েছে। 



ক্রমিক নং

০১

পদের নাম

ষ্টেনোটাইপিষ্ট কাম-কম্পিউটার অপারেটর

বেতন

১০,২০০-২৪,৬৮০/-

গ্রেড

গ্রেড-১৪

পদের সংখ্যা 

২৪টি

যোগ্যতা

ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রী। 

খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং 

গ) বাংলা ও ইংরেজিতে সাঁটলিপির গতি প্রতি মিনিটে যথাক্রমে ৪৫ ও ৭০ শব্দ কম্পিউটার টাইপের গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ। 

ঘ) জনপ্রশাসন মন্ত্রণালয়, বিধি-১ শাখা কর্তৃক ২৪-০৯-২০১৯ তারিখ জারীকৃত মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯ এর তপশিল-২ ও ৩ অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে। 



ক্রমিক নং

০২

পদের নাম

জরিপকারী

বেতন

১০,২০০-২৪,৬৮০/-

গ্রেড

গ্রেড-১৪

পদের সংখ্যা 

১৪টি

যোগ্যতা

সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হইতে জরিপ বিষয়ে ডিপ্লোমাধারী। 



ক্রমিক নং

০৩

পদের নাম

নকশাকার

বেতন

৯,৭০০-২৩,৪৯০/-

গ্রেড

গ্রেড-১৫

পদের সংখ্যা 

১০৬টি

যোগ্যতা

সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদপত্রসহ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ। অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। 



ক্রমিক নং

০৪

পদের নাম

কার্য সহকারী

বেতন

৯,৩০০-২২,৪৯০/-

গ্রেড

গ্রেড-১৬

পদের সংখ্যা 

২৩টি

যোগ্যতা

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড হতে এইচএসসি অথবা এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে ০৫ (পাঁচ) বছরের বাস্তব অভিজ্ঞতা। 




ক্রমিক নং

০৫

পদের নাম

অফিস সহকারী কাম-কম্পিউটার মূদ্রাক্ষরিক 

বেতন

৯,৩০০-২২,৪৯০/-

গ্রেড

গ্রেড-১৬

পদের সংখ্যা 

১৮০টি

যোগ্যতা

ক) কোন স্বীকৃত শিক্ষাবোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; 

খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং 

গ) কম্পিউটার টাইপের গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি যথাক্রমে ২০ ও ২০ শব্দ। 

ঘ) জনপ্রশাসন মন্ত্রণালয়, বিধি-১ শাখা কর্তৃক ২৪-০৯-২০১৯ তারিখ জারীকৃত মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগের বিধিমালা, ২০১৯ এর তপশিল-২ ও ৪ অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে। 



ক্রমিক নং

০৬

পদের নাম

হিসাব সহকারী 

বেতন

৯,৩০০-২২,৪৯০/-

গ্রেড

গ্রেড-১৬

পদের সংখ্যা 

১০১টি

যোগ্যতা

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড হতে বাণিজ্য বিষয়সহ এইচএসসি পরীক্ষায় ২য় বিভাগ/সমমানের জিপিএসহ উত্তীর্ণ। 



ক্রমিক নং

০৭

পদের নাম

ট্রেসার 

বেতন

১০,২০০-২৪,৬৮০/-

গ্রেড

গ্রেড-১৪

পদের সংখ্যা 

২৪টি

যোগ্যতা

ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রী। 

খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং 

গ) বাংলা ও ইংরেজিতে সাঁটলিপির গতি প্রতি মিনিটে যথাক্রমে ৪৫ ও ৭০ শব্দ কম্পিউটার টাইপের গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ। 

ঘ) জনপ্রশাসন মন্ত্রণালয়, বিধি-১ শাখা কর্তৃক ২৪-০৯-২০১৯ তারিখ জারীকৃত মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯ এর তপশিল-২ ও ৩ অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে। 



ক্রমিক নং

০৭

পদের নাম

ট্রেসার 

বেতন

৯,৩০০-২২,৪৯০/-

গ্রেড

গ্রেড-১৬

পদের সংখ্যা 

০১টি

যোগ্যতা

ড্রয়িং বিষয়সহ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ।




শর্তসমূহ:

১। উপরে উল্লেখিত পদের জন্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। 


২। ১৭ এপ্রিল ২০২২ খ্রি: তারিখে আবেদনকারীর বয়স ১৮ হতে ৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স অনুর্ধ্ব ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। গণপূর্ত অধিদপ্তরে কেবলমাত্র সেটআপ ভুক্ত পদে (মাস্টার রোল, ওয়ার্কচার্জড, অস্থায়ী নিয়মিত, ভাউচার, আউটসোর্সিং ব্যতীত) কর্মরত কর্মচারীগণ বিভাগীয় প্রার্থী হিসেবে গণ্য হবেন। বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদনকারীগণ তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের (নির্বাহী প্রকৌশলীর নিম্নে নয়) নিকট হতে নাম, পদবী, কর্মস্থল এবং কোন তারিখ হতে কর্মরত আছেন সে বিষয়ে সনদ গ্রহণপূর্বক আবেদনের সাথে আপলোড করবেন। 


৩। একজন ব্যক্তি উপরে উল্লেখিত পদসমূহের যে কোন একটির জন্য আবেদন করতে পারবেন। 


৪। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত আবেদনের প্রিন্ট কপিসহ সত্যায়িত এক সেট সনদপত্রাদি দাখিল করতে হবে। 


৫। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা, ভূয়া, বিজ্ঞপ্তিতে চাওয়া শর্তের সাথে অসামঞ্জস্যপূর্ণ প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল করতে হবে। এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোন প্রার্থীর প্রার্থীতা যে কোন পর্যায়ে বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। 


৬। এ বিজ্ঞপ্তি সম্পূর্ণ বা আংশিক বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। 


৭। চাকুরিতে নিয়োগ লাভের ব্যাপারে কোন প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। 


৮। নিয়োগপত্র জারীর পরও স্বাস্থ্যগত পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশনে কোন প্রকার অসংগতি থাকলে নিয়োগ বাতিল বলে গণ্য হবে। 


৯। MCQ ও লিখিত উভয় পরীক্ষায় পৃথকভাবে উত্তীর্ণ হতে হবে। 


১০। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী: 


আবেদন করতে আগ্রহী প্রার্থী নিচের বাটনে ক্লিক করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। 


   


আবেদনের সময়সীমা নিম্নরুপ: 

Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান  শুরুর তারিখ ও সময়: ১৭ এপ্রিল ২০২২খ্রি: সকাল ১০টা। 

Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩১ মে ২০২২খ্রি: বিকাল ০৫.০০টা। 


Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০×প্রস্থ ৮০ Pixel) ও ল্যাব প্রিন্টকৃত রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০×প্রস্থ ৩০০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। 


আবেদনকারীর শিক্ষা, অভিজ্ঞতা, দক্ষতা ইত্যাদি সংক্রান্ত সনদের কপি আবেদনের সাথে আপলোড করতে হবে। 

Online আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তীতে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হবে, সেহেতু Online -এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত করবেন। 


প্রার্থী Online-এ পূরণকৃত আবেদপত্রের একটি রঙ্গিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। 



পরীক্ষার ফি প্রদান: 

Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভূলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি আবেদন কোড, ছবি এবং স্বাক্ষরযুক্ত Applicant’s Copy পাবেন। প্রার্থী উক্ত Applicant’s Copy Download পূর্বক রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। ফরম পূরণ করে পেমেন্ট গেটওয়ে মাধ্যমে অনলাইনে আবেদন ফি জমা দিতে হবে। পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা এবং সার্ভিস চার্জ ০৪/- (চার) টাকা সহ মোট ১০৪/- (একশত চার) টাকা অনলাইনে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পুরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না। 


প্রবেশপত্র ডাউনলোড করুন এখান থেকে। এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাতক্ষণিকভাবে অনুসরণ করাই বাঞ্ঝনীয়। 


SMS এ প্রেরিত আবেদন কোড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Downlad পূর্বক রঙ্গিন প্রিন্ট করে নিবেন। প্রবেশপত্র টি MCQ, লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য ব্যবহারযোগ্য। 



PWD Job Circular

গণপূর্ত অধিদপ্তর চাকরির বিজ্ঞপ্তি

Admitcard Download

Post a Comment

নবীনতর পূর্বতন
Right click is disabled for this website.