কারসা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ |


বিজ্ঞপ্তি প্রকাশিত : ১২ জুন ২০২২
আবেদনের মাধ্যম : ডাকযোগে
আবেদনের শেষ তারিখ : ১২ জুলাই ২০২২


CARSA ফাউন্ডেশন বর্তমানে কিছু নিবেদিত এবং কর্মজীবন-চালিত লোকের সন্ধান করছে, যারা বাংলাদেশের গ্রামীণ-উপকূলীয় অঞ্চলে (বরিশাল) কাজ করার মানসিকতা রাখে, যৌথভাবে রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (RAISE) নামে একটি নতুন চালু করা প্রকল্পের অধীনে। বাংলাদেশ সরকার এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (PKSF) এর অর্থায়নে। 

প্রকল্পের লক্ষ্য হলো এমন পরিষেবা প্রদান করা যা কম আয়ের শহুরে যুবকদের জন্য এবং কোভিড-১৯ দ্বারা প্রভাবিত শহুরে যুবকদের উপার্জনের সুযোগ বাড়াতে পারে। 

পদের নাম: এ্যাকাউন্টস অফিসার।


◑ এ্যাকাউন্টিং/ফাইনান্স/ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক ডিগ্রী থাকতে হবে। 

◑ পরীক্ষায় একাধিক তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণ করা হবে না। 

◑ CA (CC) বা যে কোনো প্রাসঙ্গিক পেশাদার ডিগ্রী/সার্টিফিকেটসহ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। 

◑ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের প্রশিক্ষণকে অতিরিক্ত মানের হিসেবে গণ্য করা হবে। 

◑ ক্ষুদ্র ঋণের AIS এবং MIS টুল ব্যবহারের অভিজ্ঞতা ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন।

◑ সফটওয়্যার অপারেশন এবং রিপোর্টিং সহ মাইক্রোসফট অফিসের ভালো অপারেটিং দক্ষতা (বিশেষত এমএস ওয়ার্ড ও এমএস এক্সেল) অপরিহার্য দক্ষতা হিসেবে বিবেচিত হবে। 

◑ চমৎকার যোগাযোগ দক্ষতা থাকা প্রয়োজন। 

বয়স সর্বোচ্চ ৫০ বছর। 
যে কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে হিসাব ও অর্থ সংক্রান্ত কাজে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 

চাকুরি স্থান: বরিশাল। 

বেতন: ৪০,৩০০- (বাংলাদেশের আইন অনুযায়ী সমস্ত কর সহ) 

 আবেদন করার আগে অবশ্যই পড়ুন

ঠিকানা: চীফ এক্সিকিউটিভ অফিসার, কারসা ফাউন্ডেশন, এন.হোসেন ব্রাদার্স কমপ্লেক্স, ১৫১, পুলিশ লাইন রোড, বরিশাল। 

প্রার্থীকে অবশ্যই পোস্ট অফিস/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন পাঠাতে হবে। 

প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য গ্রহণযোগ্য সুবিধা। 

সমস্ত প্রার্থীদের মাইক্রোসফট অফিস প্যাকেজে ভাল অপারেটিং দক্ষতা থাকতে হবে এবং বাংলা ও ইংরেজি উভয় ভাষায় চমৎকার যোগাযোগ ও প্রতিবেদন লেখার দক্ষতা থাকতে হবে। 



এরকম আরো চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের ফেসবুক পেইজটি ফলো করুন, ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারেন। ধন্যবাদ।

Post a Comment

নবীনতর পূর্বতন
Right click is disabled for this website.