কাজী ফার্মস গ্রুপ- নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

কাজী ফার্মস গ্রুপ- নিয়োগ বিজ্ঞপ্তি


কাজী ফার্মস গ্রুপ- নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বিজ্ঞপ্তি প্রকাশিত : ২৭ মে ২০২২
শূণ্যপদ : ০৯টি।
আবেদনের মাধ্যম  : ইমেইল।
চাকরির অবস্থান  : মৌলভী বাজার, গাজীপুর, মুন্সিগঞ্জ ও ভোলা। 
আবেদনের শেষ তারিখ : ০৬ জুন ২০২২


কাজী ফার্মস গ্রুপ- নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

কাজী ফার্মস গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিডি জবস ওয়েবসাইটে। এছাড়াও অনলাইন বিভিন্ন পত্রিকায় এটি প্রকাশিত হয়েছে। কাজী ফার্মস গ্রুপ এর নিয়োগ বিজ্ঞপ্তি পাচ্ছেন আপনি এই Job Cybernauts ওয়েবসাইটেও। Job Cybernauts শুধু মাত্র প্রতিদিনের সকল চাকরির বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করে থাকে। কাজী ফার্মস গ্রুপ বাংলাদেশের অন্যতম বৃহৎ কৃষি শিল্প প্রতিষ্ঠান। যা পোলট্রি, হ্যাচারী, ফিডমিল, আইসক্রীম, হিমায়িত খাদ্য, তথ্য প্রযুক্তি ও মিডিয়া খাতে সফলতা এবং সুনামের সাথে ব্যবসা পরিচালনা করছে। প্রবৃদ্ধি বজায় রাখার নিমিত্তে নিম্নলিখিত পদসমূহের জন্য আবেদন পত্র আহ্ববান করেছে কাজী ফার্মস গ্রুপ।



 ক্রমিক নং

 :

 ০১

 পদের নাম

 :

 এ্যাসিস্ট্যান্ট অপারেটর-পেলেট মিল, এ্যাসিস্ট্যন্ট অপারেটর-এক্সটুডার (সয়া)।

 শিক্ষাগত যোগ্যতা

 :

 ৮ম শ্রেণি/জেএসসি/এসএসসি/এইচএসসি।

 অভিজ্ঞতা

 :

 সংশ্লিষ্ট কাজে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 



 ক্রমিক নং

 :

 ০২

 পদের নাম

 :

 এ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার-প্রোডাকশন, প্রিমিক্স এ্যাসিস্ট্যান্ট, প্রিমিক্স মেকার, প্রিমিক্স হেলপার, এ্যাসিস্ট্যান্ট অপারেটর-ব্যাগিং, এ্যাসিস্ট্যান্ট অপারেটর-সুইং, এ্যাসিস্ট্যান্ট অপারেটর-সাইলো এন্ড ড্রায়ার, মেডিসিন মেকার, এ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার-মেডিসিন, এ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার-র ম্যাটেরিয়ালস, এ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার-ডেলিভারি, এ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার-ওয়্যার হাউজ, এ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার-(স্যাম্পল কালেক্টর-ফিনিশ ফিড)।

 শিক্ষাগত যোগ্যতা

 :

 ৮ম শ্রেণি/জেএসসি/এসএসসি/এইচএসসি।

 অভিজ্ঞতা

 :

 প্রযোজ্য নয়। তবে অভিজ্ঞরা অগ্রাধিকার পাবে।



 ক্রমিক নং

 :

 ০৩

 পদের নাম

 :

 অপারেটর/সিনিয়র অপারেটর-পেলেট মিল, অপারেটর/সিনিয়র অপারেটর-এক্সটুডার (সয়া), এ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার/সুপারভাইজার-প্রিমিক্স, অপারেটর-ব্যাগিং, অপারেটর-সুইং, অপারেটর-সাইলো এ্যান্ড ড্রায়ার।

 শিক্ষাগত যোগ্যতা

 :

 ৮ম শ্রেণি/জেএসসি/এসএসসি/এইচএসসি।

 অভিজ্ঞতা

 :

 সংশ্লিষ্ট কাজে ২/৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।



 ক্রমিক নং

 :

 ০৪

 পদের নাম

 :

 ফোরম্যান/সিনিয়র ফোরম্যান, মেকানিক/সিনিয়র মেকানিক, ইলেকট্রিশিয়ান/সিনিয়র ইলেকট্রিশিয়ান, অপারেটর-জেনারেটর, বয়লার-অপারেটর, লেদ অপারেটর।

 শিক্ষাগত যোগ্যতা

 :

 ৮ম শ্রেণি/জেএসসি/এসএসসি/এইচএসসি/ভোকেশনাল (মেকানিকাল/ইলেকট্রিকাল)।

 অভিজ্ঞতা

 :

 সংশ্লিষ্ট কাজে ৩/৪ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ০৬ মাস মেয়াদী অথবা ০২ বছর মেয়াদী যে কোন স্বীকৃত ভোকেশনাল/পলিটেকনিক থেকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ওয়েল্ডার ও এসি রক্ষণাবেক্ষণ এ ট্রেড কোর্সধারী হতে হবে এবং বয়লার অপারেটর অবশ্যই বয়লার সার্টিফাইড হতে হবে।



 ক্রমিক নং

 :

 ০৫

 পদের নাম

 :

 এ্যাসিস্ট্যান্ট ফোরম্যান/জুনিয়র মেকানিক/জুনিয়র ইলেকট্রিশিয়ান/এসি টেকনিশিয়ান. মোটর রিওয়েল্ডার, এ্যাসিস্ট্যান্ট অপারেট/অপারেটর/সিনিয়র অপারেটর (ডাই কাউন্টার)।

 শিক্ষাগত যোগ্যতা

 :

 ৮ম শ্রেণি/জেএসসি/এসএসসি/এইচএসসি/ভোকেশনাল (মেকানিকাল/ইলেকট্রিকাল)।

 অভিজ্ঞতা

 :

 সংশ্লিষ্ট কাজে ১-২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ০৬ মাস মেয়াদী অথবা ০২ বছর মেয়াদী যে কোন স্বীকৃত ভোকেশনাল/পলিটেকনিক থেকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ওয়েল্ডার ও এসি রক্ষণাবেক্ষণ এ ট্রেড কোর্সধারী হতে হবে।



 ক্রমিক নং

 :

 ০৬

 পদের নাম

 :

 সুপারভাইজার/সিনিয়র সুপারভাইজার-প্রোডাকশন, 

সুপারভাইজার/সিনিয়র সুপারভাইজার-র ম্যাটেরিয়ালস, 

সুপারভাইজার/সিনিয়র সুপারভাইজার-ডেলিভারি, 

সুপারভাইজার/সিনিয়র সুপারভাইজার-ওয়ার হাউজ, 

এ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার/সুপারভাইজার/সিনিয়র সুপারভাইজার-(স্যাম্পল কালেক্টর-ফিনিশ ফিড), সুপারভাইজার/সিনিয়র সুপারভাইজার-মেডিসিন, 

স্টোর এ্যাসিস্ট্যান্ট, এ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার, এ্যাসিস্ট্যান্ট অপারেটর/অপারেটর-ট্রাক স্কেল।

 শিক্ষাগত যোগ্যতা

 :

 এইচএসসি পাশ।

 অভিজ্ঞতা

 :

 সংশ্লিষ্ট কাজে ২/৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।



 ক্রমিক নং

 :

 ০৭

 পদের নাম

 :

 ফর্ক লিফ্‌ট অপারেটর।

 শিক্ষাগত যোগ্যতা

 :

 এসএসসি/এইচএসসি (ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক)।

 অভিজ্ঞতা

 :

 ফর্ক লিফ্‌ট অপারেটিং/ডাম্প ট্রাক/পে লোডার চালানোর কাজে ৩-৪ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।


 ক্রমিক নং

 :

 ০৮

 পদের নাম

 :

 লাইন কোয়ালিটি অ্যাসিওরেন্স, লাইন কোয়ালিটি কন্ট্রোলার, ল্যাব এ্যাসিস্ট্যান্ট।

 শিক্ষাগত যোগ্যতা

 :

 এসএসসি/এইচএসসি (বিজ্ঞান)

 অভিজ্ঞতা

 :

 সংশ্লিষ্ট কাজে ২/৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।


 ক্রমিক নং

 :

 ০৯

 পদের নাম

 :

 সিকিউরিটি গার্ড/নিরাপত্তা প্রহরী।

 শিক্ষাগত যোগ্যতা

 :

 এসএসসি/এইচএসসি

 অভিজ্ঞতা

 :

 অভিজ্ঞরা অগ্রাধিকার পাবে।


কাজী ফার্মস গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড

Kazi Farms Group Job Circular Download



অন্যান্য শর্তসমূহ: 


বেতন: আলোচনা সাপেক্ষে। 


অন্যান্য সুবিধাদি: কোম্পানির নিয়ম মোতাবেক প্রদান করা হবে। 


বয়স: ১৮-৩৫ বছর। 


উচ্চতা (শুধুমাত্র নিরাপত্তা প্রহরীর ক্ষেত্রে): ৫ ফুট ৬ ইঞ্চি পুরুষ এবং ৫ ফুট মহিলা। 


আগ্রহী প্রার্থীগণকে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, চারিত্রিক ও নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি (বাধ্যতামূলক) ও ০২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবিসহ আগামী ০৬/০৬/২০২২ইং তারিখের মধ্যে নিম্ন লিখিত ঠিকানায় অথবা ইমেইলের মাধ্যমে আবেদন পাঠাতে অনুরোধ করা যাচ্ছে।


✷ সিলেট আঞ্চলিক কার্যালয়- কাজী ফার্মস, আব্দুল হাই মঞ্জিল, শ্রীমঙ্গল রোড, জগন্নাথপুর সদর, মৌলভীবাজার।

✷ সিলেট সেলস্‌ অফিস- কাজী ফার্মস, বাসা নং - ৫০ (ব্লক-ই), সড়ক নং- ০২, শাহজালাল উপশহর, সিলেট-৩১০০।

✷ শ্রীমঙ্গল হ্যাচারি- কাজী ফার্মস লিমিটেড (ইউনিট -৫৫), ভূনবীর, থানা: শ্রীমঙ্গল, মৌলভীবাজার।


✷ সিলেট সিবিএফ ব্রাঞ্চ- কাজী ফার্মস, বাসা নং- ০৬, সড়ক নং- ০২, সিলেট সদর, আখাইলা ঘাট, সিলেট।

ভাগলপুর ফিড মিল- কাজী ফার্মস (ইউনিট- ৬৩), ভাগলপুর, নারাইন ছড়া-৩২১০, কালাপুর (ভৈরবগঞ্জ বাজার নিকটবর্তী), শ্রীমঙ্গল, মৌলভীবাজার।

✷ কাজী সংকরসেনা ফার্মস- কাজী ফার্মস লিমিটে (ইউনিট ৫৯), শংকরসেনা, জানাউড়া,-৩২১০, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।

গাজীপুর আঞ্চলিক কার্যালয়- কাজী ফার্মস, রিয়াজ উদ্দিন সরকারের বাড়ি, ফরিদপুর (নয়নপুর বাজার), মাওনা, শ্রীপুর, গাজীপুর।

✷ গজারিয়া ফিড মিল- কাজী গ্র্যান্ড প্যারেন্টস লিমিটেড, (গজারিয়া ফিড মিল), চর বাউশিয়া, গজারিয়া, মুন্সিগঞ্জ।

✷ সাগরিকা ফিড মিল- কাজী ফার্মস লিমিটেড, খেয়া ঘাট, ভোলা সদর, ভোলা।

✷ ইমেইল- recruitment@kazifarms.com


বি:দ্র: 

🔉 লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোন টি.এ/ডি.এ প্রদান করা হবে না। 

🔉 স্নাতক/স্নাতকোত্তর অধ্যায়নরত শিক্ষার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। 

🔉 প্রার্থীদের নিজ জেলার নিকটবর্তী কার্যালয়ে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। 

🔉ডাকযোগে প্রেরিত আবেদনের ক্ষেত্রে খামের উপর পদের নাম এবং ই-মেইল এ আবেদনের ক্ষেত্রে সাবজেক্ট লাইন এ পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।







Post a Comment

নবীনতর পূর্বতন
Right click is disabled for this website.