বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ ইং

বিজ্ঞপ্তি প্রকাশিত ২২ আগষ্ট ২০২২ ইং
আবেদনের মাধ্যম  অনলাইন
আবেদন শুরু ২৯ আগষ্ট ২০২২ ইং
আবেদনের শেষ তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২২ ইং



সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সেনাবাহিনীতে আবারও  একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য সারাদেশ ব্যাপী এসএসসি ও এইচএসসি পাশেই বাংলাদেশ সেনাবাহিনীতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি নিচে বিস্তারিত হুবহু তুলে ধরা হলোঃ

চাকরির শিরোনাম
প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ সেনাবাহিনী
চাকরির ধরন সরকারি (ডিফেন্স)
আবেদনের মাধ্যম অনলাইন
আবেদনযোগ্য জেলা সকল জেলা
বেতন ভাতা নিচের বিজ্ঞপ্তিতে দেখুন
বয়স সীমা নিচের বিজ্ঞপ্তিতে দেখুন
লিঙ্গ পুরুষ
শিক্ষাগত যোগ্যতা নিচের বিজ্ঞপ্তিতে দেখুন
অভিজ্ঞতা নিচের বিজ্ঞপ্তিতে দেখুন
চাকরির স্থান  বাংলাদেশের যে কোন যায়গায়
আবেদন শুরু ২৯ আগষ্ট ২০২২ ইং
আবেদনের শেষ তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২২ ইং
.
আবারও বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিতে ইচ্ছুক তাদের জন্য এই বিজ্ঞপ্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।  আমরা এখানে পুরো বিজ্ঞপ্তিটি হুবহু বিস্তারিত তুলে ধরেছি। এরকমই প্রতিটি নিয়োগ বিজ্ঞপ্তি এই ওয়েবসাইটে হুবহু বিস্তারিত তুলে ধরা হয়। যার ফলে আপনাদের আর বিজ্ঞপ্তি ডাউনলোড করার ঝামেলা থাকে না। এর ফলে আমাদের ওয়েবসাইটের সুনাম দিন দিন বেড়েই চলছে। আপনিও নিয়মিত ভিজিট করে আমাদের এখান থেকে বিজ্ঞপ্তি ডাউনলোড করার ঝামেলা বিহীন নিয়োগ বিজ্ঞপ্তি পড়তে পারেন।


  


Online/SMS এর মাধ্যমে আবেদন শুরুর তারিখ ২৯ আগষ্ট ২০২২ এবং শেষ তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২২

১। বাংলাদেশ সেনাবাহিনীতে সেনাশিক্ষা কোর (Army Education Corps-AEC) এ ‍জুনিয়র কমিশন্ড অফিসার (ওয়ারেন্ট অফিসার) হিসেবে সরাসরি নিয়োগ করা হবে। এ লক্ষ্যে যোগ্য এবং আগ্রহী বাংলাদেশী পুরুষ নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে। প্রার্থীদেরকে অবশ্যই নিম্নবর্ণিত শর্তাবলী পূরণ করতে হবেঃ 
        ক) শিক্ষাগত যোগ্যতাঃ বিএ/বিএসসি/বিকম/স্নাতক/সমমান (শিক্ষা প্রশিক্ষণে ডিগ্রী/ডিপ্লোমা এবং শিক্ষকতার অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে)। স্নাতক/সমমান পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ-২.০০ (৪ এর মধ্যে) এবং এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.০০ (৫ এর মধ্যে)। 

        খ) বয়স সীমাঃ ১২ মার্চ ২০২৩ তারিখে সর্বনিম্ন ২০ বৎসর এবং সর্বোচ্চ ২৮ বৎসর। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। 

                                                ১) উচ্চতা             -            ১.৬৮ মিটার (৫‘-৬‘‘) ন্যূনতম। 
                                                ২) ওজন                -            ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড)। 
                                                ৩) বুক                   -            স্বাভাবিক ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)। 
                                                                                                স্ফীত ০.৮১ মিটার (৩২ ইঞ্চি)। 
        ঘ) বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত (বিপত্নীক/বিবাহ বিচ্ছেদকারী নয়)। 

        ঙ) স্বাস্থ্য পরীক্ষাঃ স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য। 

        চ) সাঁতারঃ সাঁতার জানা অত্যাবশ্যক (ন্যূনতম ৫০ মিটার)। 

২। নিম্নে বর্ণিত ব্যক্তিগণ দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে নাঃ
        ক) সরকারী চাকুরী হতে বরখাস্তকৃত। 
        খ) ফৌজদারী মামলায় দন্ডপ্রাপ্ত। 
        গ) সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত/বরখাস্তকৃত। 

৩। অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়মঃ
আগ্রহী প্রার্থীদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদনপত্রের ফরম পূরণ করতে হবে। এরপর টেলিটকের প্রি-পেইড মোবাইল হতে ওয়েবসাইটের INSTRUCTION এ বর্ণিত পদ্ধতি মোতাবেক ১৬২২২ নম্বরে এসএমএস করে আবেদন ফি ৫০০/- (পাঁচশত) টাকা জমা দিতে হবে। উল্লেখ্য যে, আবেদন ফি জমা দেয়ার পর আবেদনপত্র কোনভাবেই পরিবর্তন করা যাবে না। আবেদন ফি জমা দেয়ার পর প্রাপ্ত User ID ও Password দিয়ে উক্ত ওয়েবসাইটে Login করতে হবে। সফলভাবে Login করার পর প্রাথমিক নির্বাচনী পরীক্ষার জন্য একটি ''Admit Card'' Download করতঃ প্রিন্ট করতে হবে। উল্লেখ্য, Online/SMS এর মাধ্যমে আবেদন শুরুর তারিখ ২৯ আগষ্ট ২০২২ এবং আবেদনের শেষ তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২২।

৪। প্রার্থীগণকে প্রাথমিক নির্বাচনী পরীক্ষার (প্রাথমিক মেডিকেল এবং মৌখিক পরীক্ষা) জন্য অনলাইনে পূরণকৃত আবেদনপত্র সহ এলাকা ভিত্তিক স্ব স্ব জেলার পাশে বর্ণিত নির্বাচনী পর্ষদ/এরিয়া সদর দপ্তর সমূহ (সেনানিবাস) এর সামনে উল্লেখিত তারিখে সকাল ০৮.০০ ঘটিকার মধ্যে উপস্থিত হতে হবেঃ

ক্রমিক ও উপস্থিত হওয়ার স্থান তারিখ  জেলার নাম
০১। এরিয়া সদর দপ্তর বগুড়া, 
বগুড়া সেনানিবাস। 
২৩-২৪ অক্টোবর ২০২২  বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ
২৫-২৬ অক্টোবর ২০২২ পাবনা, নাটোর, নঁওগা
২৭ অক্টোবর ২০২২  চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী
০২। এরিয়া সদর দপ্তর ঘাটাইল, 
শহীদ সালাহউদ্দিন সেনানিবাস। 
২৩-২৪ অক্টোবর ২০২২  জামালপুর, শেরপুর, 
২৫-২৬ অক্টোবর ২০২২ ময়মনসিংহ, কিশোরগঞ্জ, 
২৭ অক্টোবর ২০২২  নেত্রকোণা, টাঙ্গাইল
০৩। এরিয়া সদর দপ্তর চট্টগ্রাম,
চট্টগ্রাম সেনানিবাস। 
২৩-২৪ অক্টোবর ২০২২  চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি
২৫-২৬ অক্টোবর ২০২২ বান্দরবান, কক্সবাজার
০৪। এরিয়া সদর দপ্তর কুমিল্লা, 
কুমিল্লা সেনানিবাস। 
২৩-২৪ অক্টোবর ২০২২  সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ
২৫-২৬ অক্টোবর ২০২২ কুমিল্লা, চাঁদপুর, বি-বাড়িয়া 
২৭ অক্টোবর ২০২২  লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী
০৫। এরিয়া সদর দপ্তর যশোর,
যশোর সেনানিবাস। 
২৩-২৪ অক্টোবর ২০২২  কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুড়া, নড়াইল, যশোর
২৫-২৬ অক্টোবর ২০২২ সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল
২৭ অক্টোবর ২০২২  ঝালকাঠী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, পিরোজপুর
০৬। এরিয়া সদর দপ্তর রংপুর,
রংপুর সেনানিবাস। 
২৩-২৪ অক্টোবর ২০২২  ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী
২৫-২৬ অক্টোবর ২০২২ দিনাজপুর, রংপুর 
২৭ অক্টোবর ২০২২ লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা
০৭। সদর দপ্তর লজিষ্টিক্‌স এরিয়া, ঢাকা সেনানিবাস। 
২৩-২৪ অক্টোবর ২০২২  ঢাকা, মানিকগঞ্জ
২৫-২৬ অক্টোবর  ২০২২ নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, রাজবাড়ি
২৭ অক্টোবর  ২০২২ গাজীপুর, নরসিংদী


০৫। প্রাথমিক নির্বাচনী পর্ষদের নিকট নিম্নবর্ণিত দলিল দস্তাবেজ জমা করতে হবেঃ
          ক) আবেদনপত্রের (অনলাইনে পূরণকৃত) এবং অন্যান্য যাবতীয় কাগজপত্র। 
          খ) গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০৮ (আট) কপি এবং 
          ষ্ট্যাম্প সাইজের ০৬ (ছয়) কপি রঙ্গিন ছবি।
         গ)  গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং মার্কশীট 
         এর ফটোকপি। 
         ঙ) প্রবেশপত্র (প্রাথমিক নির্বাচনী পরীক্ষা)। 

০৬। প্রাথমিক নির্বাচনী পরীক্ষার ফলাফল একই দিনে প্রার্থীদেরকে জানিয়ে দেওয়া হবে। 

০৭। প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ নির্বাচনী পর্ষদের নিকট হতে পর্ষদ সভাপতির স্বাক্ষর সম্বলিত ‘’লিখিত পরীক্ষার প্রবেশপত্র‘‘ সংগ্রহ করবেন। উক্ত প্রবেশপত্র ব্যতীরেকে কোন প্রার্থী
লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। 

০৮। প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে আগামী ০২ ডিসেম্বর ২০২২ (শুক্রবার) সকাল ০৯.০০ ঘটিকায় বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষার জন্য ‘শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা সেনানিবাসে‘‘ উপস্থিত থাকতে হবে। লিখিত পরীক্ষার জন্য প্রার্থীগণকে প্রয়োজনীয় কলম, পেন্সিল, ক্যালকুলেটর, জ্যামিতি বক্স ইত্যাদি সঙ্গে আনতে হবে। প্রার্থীগণকে পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে (সকাল ০৮.৩০ ঘটিকা) অবশ্যই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। লিখিত পরীক্ষার কেন্দ্রে কোন প্রকার মোবাইল ফোন নিয়ে আসা যাবে না। 

০৯। লিখিত পরীক্ষার ফলাফল আগামী ০১-০৩ জানুয়ারি ২০২৩ (যে কোন দিন) তারিখে বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইট অথবা https://www.jobcybernauts.com এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় কৃতকার্য প্রার্থীদের মৌখিক এবং চূড়ান্ত ডাক্তারী পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের সময় এ ব্যাপারে বিস্তারিত এই ওয়েবসাইটে পাওয়া যাবে। 

১০। পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য কোন প্রকার যাতায়াত ভাতা বা দৈনিক ভাদা প্রদান করা হবে না। 

১১। প্রশিক্ষণঃ ১২ সপ্তাহের মৌলিক সামরিক প্রশিক্ষণ এবং ১৯ সপ্তাহের বেসিক কোর্স গ্রহণ করতে হবে। 

১২। সেনাবাহিনীর চাকুরীর সুবিধাসমূহঃ 
        ক) বেতন, ভাতা ও অন্যান্য সুবিধাদি সেনাবাহিনীতে প্রচলিত বিধান অনুযায়ী নির্ধারিত হবে। 
        খ) বিনামূল্যে আহার, বাসস্থান ও সরকারি পোশাক-পরিচ্ছদ। 
        গ) পরিবারবর্গের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ভর্তুকি মূল্যে রেশন। 
        ঘ) সেনাবাহিনীর অভ্যন্তরীণ শিক্ষা প্রতিষ্ঠানে সন্তানদের লেখাপড়ার সুবিধা। 
 

প্রতারণা অথবা আর্থিক লেনদেনের মাধ্যমে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকুরির যে কোন পর্যায়ে চাকুরী হতে বহিষ্কার করা হবে। 



job cybernauts  job cybernauts

এরকম আরো চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের ফেসবুক পেইজটি ফলো করুন, ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারেন। ধন্যবাদ।


FACEBOOK PAGE   WEBSITE   YOUTUBE CHANNEL    FACEBOOK GROUP


job cybernauts

Post a Comment

নবীনতর পূর্বতন
Right click is disabled for this website.