কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ ইং।

কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ ইং

কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ ইং

বিজ্ঞপ্তি প্রকাশিত ২৬ জুলাই ২০২২ ইং
আবেদনের মাধ্যম অনলাইন
আবেদন শুরু ০১ সেপ্টেম্বর ২০২২ ইং
আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২২ ইং

কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জনবল নিয়োগ ২০২২ ইং

সাম্প্রতিক সময়ে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ ইং প্রকাশিত হয়েছে। কিশোরগঞ্জ জেলার ওয়েবপোর্টাল এ উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।  আপনারা যারা উক্ত বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য এই বিজ্ঞপ্তি। উক্ত পদে যারা আবেদন করতে ইচ্ছুক তারা এই বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে তারপর আবেদন করুন। আপনাদের সুবিধার্থে আমরা আমাদের এই ওয়েবসাইটে সম্পুর্ণ বিজ্ঞপ্তিটি হুবহু তুলে ধরার চেষ্টা করেছি। এবং এটা সবসময় করি। নিচে বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। 

চাকরির শিরোনাম
প্রতিষ্ঠানের নাম জেলা প্রশাসকের কার্যালয়
চাকরির ধরণ সরকারি
চাকরির স্থান কিশোরগঞ্জ
পদের সংখ্যা ১৩০
অভিজ্ঞতা নিচের বিজ্ঞপ্তি দেখুন
বয়স ১৮ থেকে ৩০ বছর
পরীক্ষার ফি ১১২/- অথবা ৫৬/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা জেএসসি, এসএসসি, এইচএসসি/সমমান
লিঙ্গ পুরুষ-মহিলা উভয়ই।
.

জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ২০২২ ইং

ভূমি অফিস কার্যালয় সমূহে নিম্নবর্ণিত পদসমূহ পূরণের জন্য জাতীয় বেতন স্কেল ২০১৫ মোতাবেক অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্ত কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন আহ্বান করা যাচ্ছে। 


1
ক্রমিক নম্বর
০১
পদের নাম
ড্রাফটম্যান
পদের সংখ্যা
০২ (দুই) টি
(স্থায়ী রাজস্ব)
বেতন স্কেল ৯,৭০০-২৩,৪৯০/-
গ্রেড গ্রেড-১৫
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ক) কোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
খ) কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে অন্যূন ০৬ (ছয়) মাসের সিভিল ড্রাফটিং বিষয়ে ট্রেডকোর্স সনদপ্রাপ্ত। 
1


1
ক্রমিক নম্বর ০২
পদের নাম নাজির কাম ক্যাশিয়ার
পদের সংখ্যা
১৩ (তেরো) টি
(স্থায়ী রাজস্ব)
বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০/-
গ্রেড গ্রেড-১৬
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
ক) কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 
খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা। 
গ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যূনতম গতি ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ থাকতে হবে।  
1


1
ক্রমিক নম্বর ০৩
পদের নাম সার্টিফিকেট পেশকার
পদের সংখ্যা ১২ (বারো) টি
(স্থায়ী রাজস্ব)
বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০/-
গ্রেড গ্রেড-১৬
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ক) কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা। 
গ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যূনতম গতি ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ থাকতে হবে
1


1
ক্রমিক নম্বর ০৪
পদের নাম ক্রেডিট চেকিং-কাম-সায়রাত সহকারী
পদের সংখ্যা ১২ (বারো) টি
(স্থায়ী রাজস্ব)
বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০/-
গ্রেড গ্রেড-১৬
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ক) কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা। 
গ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যূনতম গতি ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ থাকতে হবে
1


1
ক্রমিক নম্বর ০৫
পদের নাম মিউটেশন-কাম-সার্টিফিকেট সহকারী 
পদের সংখ্যা ১২ (বারো) টি
(স্থায়ী রাজস্ব)
বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০/-
গ্রেড গ্রেড-১৬
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ক) কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা। 
গ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যূনতম গতি ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ থাকতে হবে
1


1
ক্রমিক নম্বর ০৬
পদের নাম গাড়ি চালক 
পদের সংখ্যা
১৩ (তেরো) টি
(স্থায়ী রাজস্ব)
বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০/-
গ্রেড গ্রেড-১৬
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
খ) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত লাইসেন্সসহ যানবাহন চালনায় পারদর্শী।
1


1
ক্রমিক নম্বর ০৭
পদের নাম ট্রেসার
পদের সংখ্যা ০২ (দুই) টি
(স্থায়ী রাজস্ব)
বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০/-
গ্রেড গ্রেড-১৬
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
খ) কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হইতে ড্রয়িং বিষয়ে অন্যূন ০৬ (ছয়) মাসের সার্টিফিকেট কোর্স সনদপ্রাপ্ত। 
গ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা। 
ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যূনতম গতি ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ থাকতে হবে।
1


1
ক্রমিক নম্বর ০৮
পদের নাম অফিস সহায়ক
পদের সংখ্যা
৬১ (একষট্টি) টি
(স্থায়ী রাজস্ব) 
বেতন স্কেল ৮,২৫০-২০,০১০/-
গ্রেড গ্রেড-২০
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
1


1
ক্রমিক নম্বর ০৯
পদের নাম নিরাপত্তা প্রহরী
পদের সংখ্যা
০৩ (তিন) টি
(স্থায়ী রাজস্ব)
বেতন স্কেল ৮,২৫০-২০,০১০/-
গ্রেড গ্রেড-২০
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
1


আবেদনের শর্তাবলী

০১। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। 

০২। প্রার্থীর বয়সসীমা ৩০ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখে অবশ্যই ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। 
ক) সকল প্রার্থীর (বীর মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী ব্যতীত) ক্ষেত্রে বয়সসীমা ৩০ বছর। 
খ) বীর মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর। 
গ) বীর মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার পুত্র/কন্যার সন্তানাদির ক্ষেত্রে বয়সসীমা ৩০ বছর। 
ঘ) বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। 

০৩। এ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ পূরণে ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২১ অনুসরণ করা হবে। 

০৪। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দাখিল সাপেক্ষে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি/ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে। চাকরিরত প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য হবে না। 

০৫। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে। 

০৬। নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগবিধি মোতাবেক লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল মৌখিক/ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন। 

০৭। চাকুরীর জন্য আবেদন অনলাইনে আগামী ০১ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখ সকাল ১০.০০ ঘটিকা হতে ৩০ সেপ্টেম্বর ২০২২ ইং বিকাল ০৫.০০ ঘটিকার পর্যন্ত দাখিল করা যাবে। অফিসে সরাসরি/ডাকযোগে কোন দরখাস্ত গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল দরখাস্ত বাতিল মর্মে গণ্য হবে। 

০৮। নিয়োগের জন্য বাছাইকৃত প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ প্রদানের পূর্বে প্রার্থীর চারিত্রিক প্রতিপাদন করা হবে।

০৯। যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারী আদালত কর্তৃক নৈতিক উসৃঙ্খলনজনিত অভিযোগে দন্ডিত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক চাকুরী হতে বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না। 

১০। নিয়োগের ব্যাপারে কোন প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবেন। আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোন আপত্তি উত্থাপন করা যাবে না। 

১১। কোটা সম্পর্কিত প্রচলিত সরকারি নীতিমালা ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য সরকারি বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি/বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে। 

১২। প্রার্থীদের লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। 

১৩। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভূয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে তাঁর প্রার্থীতা বাতিল করা হবে এবং তাঁর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোন প্রার্থীর প্রার্থীতা বাতিল করার ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত (ক্রমিক নং ক-ছ) কাগজপত্রের মূল কপি প্রদর্শন পূর্বক প্রতিটির একটি  করে (মুক্তিযোদ্ধা সনদের ক্ষেত্রে দুটি) সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। 
ক) প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ/সাময়িক সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদসহ)। 

খ) জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য সনদ। 

গ) কোটার স্বপক্ষে প্রার্থীর যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ অথবা প্রমাণপত্র। যেমন-
i) মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ইস্যুকৃত মুক্তিযোদ্ধা সনদ বা যথাযথভাবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত (মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বীর মুক্তিযোদ্ধাদের সমন্বিত তালিকায় নামের প্রমাণকসহ)। উল্লেখ্য যে, আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা/নাতি/নাতনী হলে আবেদনকারী যে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা/নাতি/নাতনী এই মর্মে সংশ্লিষ্ট পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র। 

ii) প্রতিবন্ধী হলে সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক/সমপদমর্যাদা সম্পন্ন/দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদ। এতিম প্রার্থীর ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক রেজিস্ট্রিকৃত এতিমখানা/শিশুসদন কর্তৃক প্রদত্ত সনদপত্র। 

iii) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ভূক্ত হলে জেলা প্রশাসকের নিকট হতে প্রাপ্ত সনদপত্র। 

iv) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট। 
ঘ) অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant's Copy)।

ঙ) লিখিত পরীক্ষার প্রবেশপত্রের কপি। 

চ) সংশ্লিষ্ট পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদের কপি। 

ছ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র। 

১৪। কোনো কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ এই নিয়োগ কার্যক্রম স্থগিত, পদ সংখ্যা হ্রাস/বৃদ্ধি, সময় পরিবর্তন কিংবা এ বিজ্ঞপ্তির শর্তাবলী পরিবর্তন/পরিবর্ধন/পরিমার্জন/সংযোজন/বিয়োজন ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। এ ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। নিয়োগ সংক্রান্ত অন্যান্য শর্তাবলী অক্ষুন্ন থাকবে। 

১৫। উপর্যুক্ত তথ্যাদি মোতাবেক বাছাইয়ের পর কর্তৃপক্ষের বিবেচনায় কেবলমাত্র যোগ্য প্রার্থীদের নির্ধারিত তারিখে লিখিত পরীক্ষায় এবং লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় (প্রযোজ্য ক্ষেত্রে) নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান করা হবে। 

১৬। নিয়োগকৃত পদে নিয়োগ ও চাকরির ক্ষেত্রে সরকার কর্তৃক আরোপিত শর্তাবলী প্রযোজ্য হবে। 

১৭। এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থীত পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবে না। 

১৮। ২০১০ শিক্ষাবর্ষ হতে অষ্টম শ্রেণি পাস এর শিক্ষাগত যোগ্যতার প্রমাণক হিসেবে সংশ্লিষ্ট বোর্ডের ইস্যুকৃত সনদপত্র (জেএসসি ও সমমান) ব্যতীত অন্য কোন সনদ গ্রহণযোগ্য নয়। 

১৯। বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত অন্যান্য তথ্য সময়ে সময়ে কিশোরগঞ্জ জেলার ওয়েবপোর্টাল এবং এই ওয়েবসাইটে প্রচার করা হবে। 


২১। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলীঃ

ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এই পোস্টের নিচে Apply Now বাটনে ক্লিক করে উক্ত ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। 
আবেদনের সময়সীমাঃ 
i) Online -এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখঃ ০১ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখ সকাল ১০.০০ ঘটিকা। 
ii) Online-এ আবেদনপত্র ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখঃ ৩০ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখ বিকাল ০৫.০০ ঘটিকা পর্যন্ত।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে  পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন। 

খ) অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিণ ছবি দৈর্ঘ্য এবং প্রস্থ ৩০০×৩০০ (Pixel) এবং স্বাক্ষর দৈর্ঘ্য এবং প্রস্থ ৩০০×৮0 (Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload কবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।

গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, যেহেতু Online এ আবেদনপত্র Submit করার পূবেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

ঘ) প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্টকপি পরীক্ষা সংত্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক/ব্যবহারিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

ঙ) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদানঃ
Online এ আবেদনপত্রে (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি ও স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভূলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Application Copy পাবেন। উক্ত Application Copy প্রার্থী রঙিন প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি User ID থাকবে এবং উক্ত User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Prepaid Mobile নম্বর হতে ০২ (দুই) টি SMS এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য জনপ্রতি ১-৭ নম্বর ক্রমিকের পদের জন্য ১০০/- (একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১২/- (বারো) টাকাসহ অফেরৎযোগ্য মোট ১১২/- (একশত বারো) টাকা, ৮ ও ৯ নং ক্রমিকের পদের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ০৬/- (ছয়) টাকাসহ অফেরৎযোগ্য মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। উল্লেখ্য যে, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online-এ আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।


এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধের নিয়ম


প্রথম SMS: DCKISHOREGANJ<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে। 

Example: DCKISHOREGANJ ABCDEF 

Reply: Applicant's name, Tk 112/56 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee type DCKISHOREGANJ<space>Yes<space>PIN and send to 16222


দ্বিতীয় SMS: DCKISHOREGANJ<space>Yes<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে। 

Example: DCKISHOREGANJ Yes 12345678


Reply: Congratulations Applicant's Name, Payment completed successfully for DCKISHOREGANJ Application for post. User ID is (ABCDEF) and Password (**********)



দ্বিতীয় SMS টি পাঠানোর পর ফিরতি SMS এ Password পাবেন। 


চ) SMS এর মাধ্যমে প্রাপ্ত User ID এবং Password টি ভবিষ্যতে প্রয়োজনের নিমিত্তে সংরক্ষণ করতে হবে। 


ছ) SMS এ প্রাপ্ত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র Download পূর্বক প্রিন্ট করে নিবেন। প্রার্থীর প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। 


জ) Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষনিক সচল রাখতে হবে। SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। 


ঝ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://www.jobcybernauts.com অথবা কিশোরগঞ্জ জেলার ওয়েবপোর্টাল এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে।  


ঞ) Teletalk Pre-paid মোবাইল নম্বর থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।


i. User ID জানা থাকলেঃ 

                      DCKISHOREGANJ<space>Help<User<space>User ID  &  Send To   16222

      Example: DCKISHOREGANJ Help User ABCDEF    &    Send To   16222


ii. PIN Number জানা থাকলেঃ

                     DCKISHOREGANJ<space>Help<space>PIN<space>PIN No  &  Send To  16222

     Example: DCKISHOREGANJ Help PIN 12345678   &   Send To 16222


ট) অনলাইনে আবেদন ও টাকা জমার কাজটি ‍ প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোন মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। 


ঠ) অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd বা dckishoreganj@mopa.gov.bd ই-মেইল যোগাযোগ করা যাবে। (Mail/মেসেজ এর Subject-এ Organization Name: DCKISHOREGANJ, Post Name: *********, Applicant's User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)। 


ড) বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও কিশোরগঞ্জ জেলার ওয়েবপোর্টাল (www.kishoreganj.gov.bd), http://dckishoreganj.teletalk.com.bd এবং QR কোড স্ক্যান এর মাধ্যমে টেলিটকের জব পোর্টাল (https://alljobs.teletalk.com.bd) এ পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য (https://www.jobcybernauts.com) ওয়েবসাইট হতে জানা যাবে। 


ঢ) ডিক্লারেশনঃ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পরলে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে। 




জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ ইং

DC OFFICE JOB CIRCULAR 2022


dc office job circular download dc office job apply

এরকম আরো চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের ফেসবুক পেইজটি ফলো করুন, ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারেন। ধন্যবাদ।



job cybernauts

Post a Comment

নবীনতর পূর্বতন
Right click is disabled for this website.