কম্পিউটার অপারেটর আবশ্যক - শাইনি স্টেপস

কম্পিউটার অপারেটর আবশ্যক - শাইনি স্টেপস


কম্পিউটার অপারেটর আবশ্যক - শাইনি স্টেপস 

কম্পিউটার অপারেটরের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ”শাইনি স্টেপস” প্রতিষ্ঠান। উক্ত পদের জন্য আপনি যদি আগ্রহী প্রার্থী হয়ে থাকেন তাহলে বিস্তারিত পরে আবেদন করুন। 



চাকরির শিরোনাম
প্রতিষ্ঠানের নাম

শাইনি স্টেপস

পদ সংখ্যা ০২ টি
চাকরির ধরণ ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ সহ কম্পিউটারে ৬ মাস মেয়াদী ডিপ্লোমা/সমমান ডিগ্রী। গ্রাফিক্স ডিজাইনের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
কর্মস্থল সিলেট
বেতন আলোচনা সাপেক্ষে
উৎস  বিডি জবস ডট কম



কম্পিউটার অপারেটর আবশ্যক - শাইনি স্টেপস

আবেদনের জন্য যা যা লাগবে

আবেদনকারীর জীবন বৃত্তান্তের সাথে অবশ্যই ছবি সংযুক্ত থাকতে হবে। 


১। দরখাস্তের সাথে সংযুক্তিঃ 

ক) জীবনবৃত্তান্তসহ স্ব-হস্তে লিখিত দরখাস্ত। 

খ) সকল পাবলিক পরীক্ষার সনদের ফটোকপি, তবে মৌখিক পরীক্ষার সময় মূল সনদ দেখাতে হবে। 

গ) সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি। 

ঘ) জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। 

ঙ) খামের উপর পদের নাম ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। 


২। দরখাস্ত আবেদনের শেষ তারিখঃ ০৫ ডিসেম্বর ২০২৩ইং রোজ মঙ্গলবার (অফিস চলাকালীন সময় পর্যন্ত)।

৩। লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখঃ ০৯ ডিসেম্বর ২০২৩ইং রোজ শনিবার। 

লিখিত পরীক্ষার সময়ঃ সকাল ১০ টা থেকে ১১ টা। 

মৌখিক পরীক্ষার সময়ঃ ১১ টা। 

৪। ইংরেজি ভার্সনে পাঠদানে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 

৫। প্রার্থীকে চেয়ারম্যান বরাবর স্কুলের ঠিকানা/ই-মেইলে দরখাস্ত পাঠাতে হবে। 

৬। প্রার্থীকে উল্লেখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।




শাইনি স্টেপস 


(জাতীয় পাঠ্যক্রমভিত্তিক বাংলা ও ইংলিশ ভার্সন স্কুল)

জালালি-৬২, কলবাখানি, ইলেকট্রিক সাপ্লাই রোড, আম্বরখানা, সিলেট।

মোবাইলঃ ০১৮৪৭-৪৪০৬৭৭, ই-মেইলঃ shinysteps.syl@gmail.com,

ওয়েবঃ www.shinysteps.net, ফেইসবুকঃ shinysteps



কম্পিউটার অপারেটর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ ইং
Computer Operator Job Circular 2023




এরকম আরো চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের ফেসবুক পেইজটি ফলো করুন, ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারেন। ধন্যবাদ।



job cybernauts

Post a Comment

নবীনতর পূর্বতন
Right click is disabled for this website.