সমবায় অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (৫১১টি শূণ্য পদ)

সমবায় অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২


সমবায় অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (Somobay Odhidoptor Job Circular 2022) PDF আকারে www.coop.gov.bd এই ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। নতুন চাকরির বিজ্ঞপ্তি অনুযায়ী ১৭টি ক্যাটাগরিতে মোট ৫১১ জন লোক নিয়োগ দেওয়া হবে। সমবায় অধিদপ্তরে চাকরির জন্য প্রার্থীগণ আবেদন করতে পারবেন ২০ মার্চ ২০২২ ইং তারিখ থেকে। কিভাবে আবেদন ফরম পূরণ করবেন এবং নিয়োগ পরীক্ষার তারিখ কিভাবে জানবেন সে সংক্রান্ত সকল তথ্য এই পোস্টে দেওয়া হয়েছে। সকল তথ্য সমবায় অধিদপ্তরের নিয়োগ সার্কূলার ২০২২ থেকে নেওয়া হয়েছে।


সমবায় অধিদপ্তরের আওতাধীন পরিচালন (রাজস্ব) বাজেটভূক্ত নিম্ন বর্ণিত শূণ্য পদ সমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্ত বাংলাদেশের স্থায়ী নাগরিকের নিকট হতে পদের পাশে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতা ও নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে দরখাস্ত আহবান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতীত অন্য কোন মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণযোগ্য হবে না।



👍

সংস্থা

:

সমবায় অধিদপ্তর                                                                          

👍

বিজ্ঞপ্তি প্রকাশ

:

১৬ মার্চ ২০২২

👍

ক্যাটাগরি

:

১৭টি

👍

শূণ্য পদের সংখ্যা

:

৫১১টি

👍

চাকরির ধরণ

:

ফুল টাইম

👍

কর্মস্থল

:

বাংলাদেশের যে কোন স্থান

👍

বেতন 

:

বিজ্ঞপ্তি দেখুন

👍

আবেদন ফি

:

১ থেকে ১৪ নং পর্যন্ত ১১২ টাকা। ১৫ থেকে ১৭ নং পর্যন্ত ৫৬ টাকা। 

👍

আবেদনের মাধ্যম

:

অনলাইন

👍

অনলাইনে আবেদন শুরু

:

২০ মার্চ ২০২২

👍

আবেদনের শেষ সময়

:

২১ এপ্রিল ২০২২





ক্রঃনংঃ

পদের নাম ও বেতন স্কেল

পদের সংখ্যা

শিক্ষাগত যোগ্যতা

যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না।

০১.

পরিদর্শক

গ্রেড-১২, ১১৩০০-২৭৩০০/-

৩৪

কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রী।

খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি

০২.

মহিলা পরিদর্শক

গ্রেড-১২, ১১৩০০-২৭৩০০/-

০১

কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রী।

-ঐ-

০৩.

প্রশিক্ষক

গ্রেড-১২, ১১৩০০-২৭৩০০/-

১৬

কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রী।

-ঐ-

০৪.

ফিল্ড ইনভেস্টিগেটর

গ্রেড-১২, ১১৩০০-২৭৩০০/-

১৯

কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা অর্থনীতিসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রী। 

-ঐ-

০৫.

কম্পিউটার

গ্রেড-১৪, ১০২০০-২৪৬৮০/-

০২

কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণিত অথবা পরিসংখ্যানসহ স্নাতক ডিগ্রী। 

-ঐ-

০৬.

সহকারি পরিদর্শক

গ্রেড-১৪, ১০২০০-২৪৬৮০/-

১০৫

কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রী। 

-ঐ-

০৭.

মহিলা সহকারি পরিদর্শক

গ্রেড-১৪, ১০২০০-২৪৬৮০/-

০২

কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রী। 

-ঐ-

০৮.

সহকারি প্রশিক্ষক

গ্রেড-১৪, ১০২০০-২৪৬৮০/-

১১

কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রী। 

-ঐ-

০৯.

সাঁট মূদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

গ্রেড-১৪, ১০২০০-২৪৬৮০/-

০২

ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রী। 

খ) কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত। 

গ) বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বর্হিভূত গেজেটেড কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০০৬ এর তফসিল ৩ ও ৪ অনুযায়ী সাঁটলিপিতে সর্বনিম্ম গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ শব্দ এবং ইংরেজিতে ৭০ শব্দ হতে হবে। 

ঘ) কম্পিউটার মূদ্রাক্ষরে সর্বনিম্ম গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে। 

-ঐ-

১০. 

ড্রাইভার/ফিল্ড ভ্যান ড্রাইভার 

গ্রেড-১৬, ৯৩০০-২২৪৯০/-

০৬

অষ্টম শ্রেণী পাসসহ হালকা ও ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স

-ঐ-

১১.

তাঁত সুপারভাইজার 

গ্রেড-১৬, ৯৩০০-২২৪৯০/-

০৫

সরকারি বয়ন স্কুল বা স্বীকৃত টেক্সটাইল ইনস্টিটিউট হতে কারিগরি কোর্স পরীক্ষায় উত্তীর্ণ। 

-ঐ-

১২.

ক্যাশিয়ার

গ্রেড-১৬, ৯৩০০-২২৪৯০/-

০৪

কোন স্বীকৃত বোর্ড হতে বানিজ্যে অর্ধেক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সংশ্লিষ্টপ কাজে অভিজ্ঞ ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে। 

-ঐ-

১৩.

অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 

গ্রেড-১৬, ৯৩০০-২২৪৯০/-

১০৮

ক) স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 

খ) কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। 

গ) বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বর্হিভূত গেজেটেড কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০০৬ এর তফসিল ৩ ও ৪ অনুযায়ী কম্পিউটার মূদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ হতে হবে। 

-ঐ-

১৪. 

ডাটা এন্ট্রি অপারেটর 

গ্রেড-১৬, ৯৩০০-২২৪৯০/-

০১

ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 

খ) কম্পিউটার মূদ্রাক্ষরে ‍প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে। 

-ঐ-

১৫.

সহকারী ফিল্ম অপারেটর 

গ্রেড-১৮, ৮৮০০-২১৩১০/-

০২

কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তবে প্রজেক্টর বা জেনারেটর চালানোর কাজে অভিজ্ঞ ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে। 

খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি

১৬.

নৈশ প্রহরী

গ্রেড-২০, ৮২৫০-২০০১০/-

০৪

অষ্টম শ্রেণী পাস। তবে শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে। 

-ঐ-

১৭.

অফিস সহায়ক 

গ্রেড-২০, ৮২৫০-২০০১০/-

১৮৯

কোন স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। 

-ঐ-


সমবায় অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২




শর্তাবলীঃ 

১। Online এ আবেদন পত্র পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যাবলী নিম্নরূপঃ

ক) নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন সংক্রান্ত নিয়মাবলী www.coop.gov.bd এবং http://www.coop.teletalk.com.bd এ পাওয়া যাবে। 


খ) প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। বাংলাদেশের নাগরিক নন এমন কারো সাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়ে থাকলে কিংবা বিবাহের জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে থাকলে তিনি আবেদন করার যোগ্য হবেন না। 


গ) ০১.০৩.২০২২ খ্রিঃ তারিখে প্রার্থীর বয়স নূন্যতম ১৮ বছর এবং সর্বোচ্চ সময়সীমা নিম্নরূপঃ 

i) সকল প্রার্থীর (মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী ব্যতীত) ক্ষেত্রে ৩০ বছর। 

ii) মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র/কন্যার ক্ষেত্রে ৩২ বছর। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার পুত্র-কন্যাদের ক্ষেত্রে ৩০ বছর। 

iii) শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ৩২ বছর। 

iv) বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। 


ঘ) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকুরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন পত্র পূরণের সময় Departmental Candidate এর ঘরে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি/ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে। 


ঙ) নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তী এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরন করা হবে। 


চ) মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে পূরণকৃত Application Form এর ফটোকপি সহ নিম্নোক্ত পত্রাদি দাখিল করতে হবে। 

i) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদেয় চারিত্রিক সনদ ও সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ (দুই) কপি সত্যায়িত রঙ্গিন ছবি।

ii) মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আবেদন পত্রের সাথে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা পিতা/মাতার মুক্তিযোদ্ধার সার্টিফিকেট এর প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত কপি। 

iii) ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃৃক সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, পেশাদার ড্রাইভিং লাইসেন্স ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। 

iv) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনারের নিকট হতে নিজ জেলা উল্লেখসহ নাগরিকত্ব ও চারিত্রিক বৈশিষ্ট্যের সার্টিফিকেট। 

v) প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রমাণক এর আলোকে সত্যায়িত অনুলিপি উপস্থাপন করতে হবে। 

vi) এতিম/শারীরিক প্রতিবন্ধী কোটায় আবেদনকারী প্রার্থীকে উপযুক্ত প্রমাণক উপস্থাপন করতে হবে। 

ছ) কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। 


২। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলীঃ 

অনলাইনে আবেদন ফরম পূরণঃ 

আগ্রহী প্রার্থীগণ http://coop.teletalk.gov.bd অথবার www.coop.gov.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। 


আবেদনের সময়সীমাঃ 

i) Online -এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ২০.০৩.২০২২খ্রিঃ সকাল ১০:০০টা। 

ii) Online -এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ২১.০৪.২০২২খ্রিঃ বিকাল ০৫:০০টা। 

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র ‍Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন।


পরীক্ষার ফিঃ 

পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং ০১ থেকে ১৪ পর্যন্ত ১০০/- (একশত) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২/- (বারো) টাকাসহ মোট ১১২/- (একশত বারো) টাকা এবং ক্রমিক নং ১৫ থেকে ১৭ নং পর্যন্ত ৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ০৬/- (ছয়) ‍টাকাসহ মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা প্রদান করতে হবে।


পরীক্ষার ফি প্রদান পদ্ধতিঃ 

আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারের ছবিসহ Application Preview দেখা যাবে। আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন। যদি Applicant’s Copy তে কোন তথ্য ভূল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে অবশ্যই উক্ত Applicant\s Copy তে তার সদ্য তোলা রঙ্গিন ছবি, নির্ভূল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF Copy Download পূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant’s Copy তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং এই User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্মোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-Paid Mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে নির্ধারিত পরীক্ষা ফি জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, অনলাইনে আবেদন পত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।

প্রথম SMS যেভাবে করবেনঃ

COOP<SPACE>USER ID লিখে Send করতে হবে ১৬২২২ এই নম্বরে। 

Example: COOP ABCDEF Send to 16222


প্রথম SMS পাঠানো পর টেলিটক থেকে একটি ফিরতি মেসেজ আসবে যেমনঃ


Reply: Applicant’s Name, Tk 112 or 56/- will be charged as application fee. Your PIN is (8 Digit Number).

To Pay fee, Type COOP<SPACE>YES<SPACE>PIN and send to 16222


দ্বিতীয় SMS যেভাবে করবেনঃ 

COOP<SPACE>YES<SPACE>PIN লিখে Send করতে হবে ১৬২২২ এই নম্বরে। 

Example: COOP YES 12345678 Send to 16222


দ্বিতীয় SMS পাঠানোর পর টেলিটক থেকে আবার একটি ফিরতি মেসেজ আসবে যেমনঃ 

Reply: Congratulations! Applicants Name, Payment completed successfully for examination fee, User ID is (xxxxxxxx) and Password is (xxxxxxxx)


৪। User ID এবং Password ভুলে গেলে বা হারিয়ে গেলে পুনরুদ্ধার পদ্ধতিঃ

শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।



i) User ID জানা থাকলে যেভাবে SMS লিখবেনঃ

COOP<space>Help<space>User<space>User ID & Send to 16222


ii) Pin Number জানা থাকলে যেভাবে SMS লিখবেনঃ 

COOP<space>Help<space>PIN<space>PIN NO & Send to 16222


৫। অনলাইনে আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমাদানের সময়সীমা (তারিখ ও সময়)


ক) Online -এ আবেদন পত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়ঃ (উল্লেখ্য যে, প্রার্থীদেরকে আবেদনপত্র দাখিলের সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি জমাদান সম্পন্ন করতে হবে। 

২০.০৩.২০২২ইং 

সকাল ১০ ঘটিকা।

খ)  অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়ঃ (উক্ত সময়সীমার মধ্যে শুধুমাত্র User ID প্রাপ্ত প্রার্থীগণই পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে অর্থাৎ ২৪.০৪.২০২২খ্রিঃ তারিখ বিকাল ০৫ঘটিকার মধ্যে পরীক্ষার ফি জমাদান দিতে পারবেন।

২১.০৪.২০২২ইং

বিকাল ০৫.০০ঘটিকা।




সমবায় অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২



এরকম আরো চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের ফেসবুক পেইজটি ফলো করুন, ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারেন। ধন্যবাদ।


job cybernauts

Post a Comment

নবীনতর পূর্বতন
Right click is disabled for this website.