রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বিজ্ঞপ্তি প্রকাশ : ১৭ জুন ২০২২ ইং
সংস্থার নাম : রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন
আবেদনের মাধ্যম : অনলাইন
আবেদনের শেষ তারিখ : ০৩ জুলাই ২০২২ ইং

রুরাল রিকনস্ট্রাশকন ফাউন্ডেশন (আরআরএফ) জাতীয় পর্যায়ে একটি বেসরকারি সংস্থা। ১৯৮২ সাল থেকে দরিদ্র জনগোষ্ঠির উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে যার মধ্যে ঋণ কার্যক্রম অন্যতম। সমাজসেবা অধিদপ্তর এর নিবন্ধভূক্ত, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি এর লাইসেন্স প্রাপ্ত ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এবং বাণিজ্যিক ব্যাংকসমূহের আর্থিক সহায়তায় পরিচালিত ঋণ কার্যক্রম এর ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় কার্যক্রম বাস্তবায়নের জন্য নিম্নোক্ত পদসমূহে লোকবল নিয়োগের জন্য অনলাইন আবেদন আহ্বান করেছে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন। 


ক্রমিক নং : ০১
পদের নাম : উপ-পরিচালক
(মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম)
বয়স : অনুর্ধ্ব ৫০ বছর (অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য)
পদের সংখ্যা : ০৩টি
শিক্ষাগত যোগ্যতা : স্নাতকোত্তর এবং সকল পরীক্ষায় কমপক্ষে ২য় বিভাগ থাকতে হবে। 
অভিজ্ঞতা : ✤ ঋণ কার্যক্রমের সংশ্লিষ্ট/সমপদে কমপক্ষে ০৫ (পাঁচ) বছর কাজের অভিজ্ঞতাসহ নূন্যতম ১৫০-২০০টি শাখা অফিস পরিচালনার দক্ষতা থাকতে হবে।
✤ মাঠ পর্যায়ের কর্মকর্তাদের তত্ত্বাবধান করা এবং লক্ষ্যমাত্রা অর্জনে সহযোগিতা করা। 
✤ বার্ষিক লক্ষ্যমাত্রা, বাজেট ও পরিকল্পনা প্রণয়ন বা বাস্তবায়নের দক্ষতা থাকতে হবে। 
✤ লক্ষ্যমাত্রা ও বাজেট অর্জনের ক্ষেত্রে কৌশলী ভূমিকা পালন করতে হবে। 
✤ এমআরএ, পিকেএসএফ, ব্যাংক ও দাতা সংস্থার চাহিদা মোতাবেক বিভিন্ন প্রতিবেদন প্রস্তুতে দক্ষতা থাকতে হবে। 
✤ মাইক্রোফাইন্যান্স-এর সফটওয়্যার পরিচালনায় দক্ষ হতে হবে। 
✤ তহবিল ব্যবস্থাপনা সম্পর্কেঅভিজ্ঞতা থাকতে হবে। 
✤ সংস্থার বিভিন্ন বিভাগ ও মাঠ পর্যায়ের সাথে কার্যকরী ও উত্তম যোগাযোগ ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে। 
✤ এআইএস ও এমআইএস প্রতিবেদন ক্রসচেক এবং বিশ্নেষণ করে সিদ্ধান্ত গ্রহণে ব্যবস্থাপনাকে সহায়তা করার দক্ষতা থাকতে হবে। 
✤ অধিনস্থ কর্মকর্তা ও কার্মচারীদের পেশাদরিত্ব ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করার পাশাপাশি খেলাপী ও কূ-ঋণ নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা পালন করতে হবে। 
✤ সভা, সেমিনার, প্রশিক্ষণ ও কর্মশালা পরিচালনার দক্ষতা থাকতে হবে এবং সরকারি, বেসরকারি সংস্থার সাথে সুষ্ঠ যোগাযোগ রক্ষার পাশাপাশি গণংযোগ করার দক্ষতা থাকতে হবে। 
✤ প্রতি মাসে ১৫ কর্মদিবস মাঠ পরিদর্শন/শাখা পরিদর্শন করতে হবে। (অফিসিয়াল গাড়ির সুযোগ রয়েছে)
শিক্ষানবীশকালে বেতন :৮৫,০০০/- টাকা
স্থায়ীকরণের পর বেতন : ৮৯,৩৫৮/- টাকা (অভিজ্ঞ ও দক্ষ প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।) 


ক্রমিক নং : ০২
পদের নাম  : সহকারী পরিচালক 
বয়স : অনুর্ধ্ব ৪৫ বছর 
পদের সংখ্যা : ১০টি 
শিক্ষাগত যোগ্যতা : স্নাতকোত্তর 
অভিজ্ঞতা : ঋণ কার্যক্রমের সংশ্লিষ্ট/সমপদে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতাসহ ন্যূনতম ২৫টি শাখা অফিস পরিচানার দক্ষতা থাকতে হবে। 
শিক্ষানবীশকালে বেতন : ৫৫,০০০/- টাকা 
স্থায়ীকরণের পর বেতন :৬০,৬৬৬/- টাকা


ক্রমিক নং    : ০৩
পদের নাম : আঞ্চলিক ব্যবস্থাপক 
বয়স : অনূর্ধ্ব ৪৫ বছর
পদের সংখ্যা : ৫০টি
শিক্ষাগত যোগ্যতা : স্নাতকোত্তর 
অভিজ্ঞতা : ঋণ কার্যক্রমের সংশ্লিষ্ট/সমপদে কমপক্ষে ০৫ (পাঁচ) বছর অভিজ্ঞতাসহ ৫-৭টি শাখা অফিস পরিচালনার দক্ষতা থাকতে হবে। 
শিক্ষানবীশকালে বেতন : ৩৮,০০০/- টাকা
স্থায়ীকরণের পর বেতন : ৪১,৩২৪/- টাকা 


ক্রমিক নং: ০৪
পদের নাম :সহকারী আঞ্চলিক ব্যবস্থাপক 
বয়স : অনূর্ধ্ব ৪২ বছর। 
পদের সংখ্যা : ৫০টি
শিক্ষাগত যোগ্যতা :স্নাতক/স্নাতকোত্তর
অভিজ্ঞতা : ঋণ কার্যক্রমের সংশ্লিষ্ট/সমপদে কমপক্ষে ০৩ (তিন) বছর কাজের অভিজ্ঞতাসহ ৫টি শাখা পরিচালনার দক্ষতা থাকতে হবে। 
শিক্ষানবীশকালে বেতন : ৩৪,০০০/- টাকা
স্থায়ীকরণের পর বেতন : ৩৭,১১২/- টাকা 


ক্রমিক নং : ০৫
পদের নাম : বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার 
বয়স :অনূর্ধ্ব ৪০ বছর
পদের সংখ্যা : ৫০টি
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক/স্নাতকোত্তর 
অভিজ্ঞতা : ✤ ঋণ কার্যক্রমের সংশ্লিষ্ট/সমপদে কমপক্ষে ০৫ (পাঁচ) বছর কাজের অভিজ্ঞতাসহ ২৫-৩০টি শাখা অফিস পরিচালনার দক্ষতা থাকতে হবে।
✤ ব্যাংক অথবা বেসরকারি প্রতিষ্ঠানের SME কার্যক্রমে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
শিক্ষানবীশকালে বেতন : ৩৫,০০০/- টাকা 
স্থায়ীকরণের পর বেতন : ৩৯,৯৬০/- টাকা 


ক্রমিক নং : ০৬
পদের নাম : বিজনেস ডেভেলপমেন্ট অফিসার 
বয়স : অনূর্ধ্ব ৩৫ বছর
পদের সংখ্যা  : ১০০টি
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক/স্নাতকোত্তর 
অভিজ্ঞতা : ✤ ঋণ কার্যক্রমের মাঠপর্যায়ে কমপক্ষে ০৩ (তিন) বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 
✤ ব্যাংক অথবা বেসরকারি প্রতিষ্ঠানের SME কার্যক্রমে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
শিক্ষানবীশকালে বেতন : ২৮,০০০/- টাকা 
স্থায়ীকরণের পর বেতন : ২৯,১৩২/- টাকা 


ক্রমিক নং : ০৭
পদের নাম : শাখা ব্যবস্থাপক 
বয়স  : অনূর্ধ্ব ৪০ বছর
পদের সংখ্যা : ২০০টি
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক/স্নাতকোত্তর 
অভিজ্ঞতা : ঋণ কার্যক্রমের সংশ্লিষ্ট পদে কমপক্ষে ০২ (দুই) বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
শিক্ষানবীশকালে বেতন: ৩১,০০০/- টাকা 
স্থায়ীকরণের পর বেতন : ৩৪,৫৯২/- টাকা


ক্রমিক নং : ০৮ 
পদের নাম : উপ-শাখা ব্যবস্থাপক 
বয়স    : অনূর্ধ্ব ৩৫ বছর
পদের সংখ্যা : ১০০টি
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক/স্নাতকোত্তর
অভিজ্ঞতা : ঋণ কার্যক্রমের মাঠপর্যায়ে কমপক্ষে ০৩ (তিন) বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
শিক্ষানবীশকালে বেতন : ২৬,০০০/- টাকা 
স্থায়ীকরণের পর বেতন :২৮,৩৮৮/- টাকা 


ক্রমিক নং : ০৯
পদের নাম: সহকারী শাখা হিসাবরক্ষক 
বয়স  : ২৫-৩২ বছর 
পদের সংখ্যা : ২০০টি
শিক্ষাগত যোগ্যতা : ব্যবসা শিক্ষায় স্নাতক/স্নাতকোত্তর
অভিজ্ঞতা : অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
শিক্ষানবীশকালে বেতন : ২০,০০০/- টাকা 
স্থায়ীকরণের পর বেতন : ২২,৩৫২/- টাকা


ক্রমিক নং : ১০
পদের নাম : ক্রেডিট অফিসার
বয়স : ২৫-৩২ বছর
পদের সংখ্যা : ৪০০টি
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক/স্নাতকোত্তর
অভিজ্ঞতা : অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
শিক্ষানবীশকালে বেতন : ১৮,০০০/- টাকা 
স্থায়ীকরণের পর বেতন  : ২০,২১০/- টাকা


ক্রমিক নং: ১১
পদের নাম : সার্ভিস স্টাফ
বয়স : ২২-৩০ বছর
পদের সংখ্যা : ২০০টি
শিক্ষাগত যোগ্যতা : কমপক্ষে এসএসসি
অভিজ্ঞতা : ✤ অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
✤ প্রার্থীকে অবশ্যই অধূমপায়ী, সদালিপি, চটপটে এবং অফিস পরিষ্কার পরিচ্ছন্নতায় পারদর্শী হতে হবে।
শিক্ষানবীশকালে বেতন :১০,০০০/- টাকা 
স্থায়ীকরণের পর বেতন :১০,০০০/- টাকা


✜ ১-৯ নং পদের প্রার্থীদের কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। ১-৯ নং পদের প্রার্থীদের প্রতিবেদন প্রস্তুত ও অনুপাত বিশ্লেষণের দক্ষতা থাকতে হবে।

✜ ১-৫ নং পদের অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। 

১। সকল পদের প্রার্থীদের মাসিক বেতনের পাশাপাশি মোবাইল বিল ও নীতিমালা অনুযায়ী টিএ, ডিএ প্রদান করা হবে।

২। ১০ নং পদের প্রার্থীদের জন্য আবাসন সুবিধা, ফুয়েল বিলসহ মোটরসাইকেল সুবিধা (১.০০ কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনা করলে) প্রদান করা হবে।

৩। সংস্থার নীতিমালা অনুযায়ী স্টাফ কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, বৈশাখী ভাতা (মূল বেতনের ৩০%), সিটি ভাতা মূল বেতনের উল্লেখিত হারে প্রাপ্ত হবে (ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা ও গাজীপুর সিটি কর্পোরেশন ৪০% এবং রাজশাহী, খুলনা সিটি কর্পোরেশন ২০%), কর্মস্থলে আবাসন সুবিধা, সাপ্তাহিক ছুটি ০২ দিন, চিকিৎসা তহবিল ও স্টাফ কল্যাণ তহবিল হতে আর্থিক সুবিধা প্রদান করা হবে।

৪। আবাসন ঋণ, প্রভিডেন্ট ফান্ড ঋণ, মোটরসাইকেল ও কম্পিউটার ঋণ সুবিধা আছে। 

৫। সংস্থায় কর্মরত স্টাফদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির সুযোগ আছে। 

৬। সকল পদে যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রয়েছে এবং কাজের গুণগত ও সংখ্যাগত অর্জনের ভিত্তিতে ইনসেন্টিভ প্রদান করা হবে। 

৭। ১ ও ২ নং পদের জন্য গাড়ির সুবিধা থাকবে। 

সকল পদে আগ্রহী প্রার্থীগণ অনলাইনে আবেদন ফরম আগামী ০৩ জুলাই ২০২২ খ্রিঃ তারিখের মধ্যে পূরণ করতে পারবেন। 
অনলাইনে প্রাপ্ত আবেদনসমূহ বাছাই পূর্বক নির্বাচিত প্রার্থীদের তালিকা ও পরীক্ষার সময়সূচী আগামী ০৭ জুলাই, ২০২২ খ্রিঃ তারিখে সংস্থার ওয়েবসাইটে প্রকাশ করা হবে। 

পরীক্ষার কেন্দ্রঃ নির্বাচিত প্রার্থীদের নিয়োগ পরীক্ষা যথাক্রমে ঢাকা, কুমিল্লা, নাটোর ও যশোর এ অনুষ্ঠিত হবে, যা পরবর্তীতে মোবাইল এসএমএস-এর মাধ্যমে জানানো হবে। 

অনলাইনে প্রাপ্ত আবেদনসমূহ বাছাই পূর্বক নির্বাচিত প্রার্থীগণকে পরীক্ষায় অংশগ্রহণের সময় নির্বাহী পরিচালক, রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ), আরআরএফ ভবন, সিএন্ডবি রোড, কারবালা, যশোর-৭৪০০ বরাবর স্ব-হস্তে লিখিত আবেদনপত্র, জীবনবৃত্তান্ত (মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্রের নম্বর আবশ্যক), পাসপোর্ট  সাইজের সদ্য তোলা ০২ কপি ছবি ও সকল পরীক্ষার পাসের সনদপত্রের সত্যায়িত কপি, অভিজ্ঞতার সনদপত্র, নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও অনাত্মীয় দুইজন বিশিষ্ট ব্যক্তির রেফারেন্সসহ পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে। 

ক) সকল পদের জন্য ০৬ মাস শিক্ষানবীশ হিসাবে দায়িত্ব পালন করতে হবে।
খ) রেজিস্ট্রেশন ফি ২৫০/- টাকা (অফেরতযোগ্য) নগদ প্রদান করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এক্ষেত্রে কোন প্রকার টিএ,ডিএ প্রদান করা হবে না। 
গ) চাকরিতে যোগদানের পূর্বে নির্ধারিত নগদ (ফেরতযোগ্য) জামানত জমা এবং সংস্থার চাহিদা অনুযায়ী নিশ্চয়তা প্রদান করতে হবে। পিতা/দায়িত্বশীল ব্যক্তিকে জামিনদার  হিসাবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে। 
ঘ) ২-৮ পর্যন্ত পদের প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং ১০-১১ নং প্রার্থীদের বাইসাইকেল/মোটরসাইকেল চালিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে। 
ঙ) পরীক্ষার সময় সকল মূল সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের মূলকপি সাথে আনতে হবে। 
চ) সংস্থার বিভিন্ন কর্ম-এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে। 
ছ) অধ্যায়নরতদের আবেদন করার প্রয়োজন নেই। 



Job Cybernauts Job Cybernauts

এরকম আরো চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের ফেসবুক পেইজটি ফলো করুন, ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারেন। ধন্যবাদ।


Job Cybernauts

Post a Comment

নবীনতর পূর্বতন
Right click is disabled for this website.